মোঃ রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:
দীর্ঘ ১৬ বছর নড়াইল পৌর বিএনপিরদ্বি-বার্ষিক কাউন্সিলে ভোটারদের সরাসরি ভোটে তেলায়েত হোসেন বাবু সভাপতি,খন্দকার ফসিয়ার রহমান সাধারণ সম্পাদক ও ইবাদত মিনা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারী) বিকেলে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আ্যাডভোকেট গোলাম মোহাম্মদ ও নির্বাচন কমিশনার অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু বিজয়ীদের নাম ঘোষণা করেন। দলীয় সূত্রে জানা গেছে, নব নির্বাচিত এ তিনজন সমঝোতার ভিত্তিতে খুব শিগগির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৬ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। কাউন্সিলে মোট ৬ শত ৩৯ জন ভোটারের মধ্যে ৬২৫ জন কাউন্সিলর তাদের ভোট প্রদান করেন এদিকে এ কাউন্সিলকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নির্বাচন পর্যবেক্ষণ করেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো.মনিরুল ইসলাম প্রমূখ। ২০০৮ সালে সম্মেলনের মাধ্যমে সর্বশেষ জেলার ৭ টি ইউনিট বিএনপির কমিটি গঠিত হয়। এর পর ২০২১ সালের ১৮ মে সম্মেলন ছাড়াই এ ৭টি ইউনিটের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম জানান, দলীয় নির্দেশে জেলার ৭টি ইউনিটের কাউন্সিল সফল ভাবে সম্পন্ন হয়েছে। গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করায় যোগ্য ও পরীক্ষীত নেতা-কর্মী নেতৃত্বে এসেছেন।
Leave a Reply