নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জঃ
জুলাই গণহত্যার বিচার, শহীদদের পূর্ণাঙ্গ তালিকা,আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে
৩১ জানুয়ারি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ছাত্র সমাবেশ ও র্যালি সফল করার লক্ষে
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার উদ্যগে কর্মীসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মশিউর রহমান রিচার্ড।
সভার শুরতে মুক্তি সংগ্রামের সকল শহিদের স্মরণে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় নেতাকর্মীদের জুলাই গণহত্যার বিচার, শহীদদের পূর্ণাঙ্গ তালিকা,আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিত ঐক্যবদ্ধ শক্তি গড়ে তোলার এবং ৩১ জানুয়ারির ছাত্র সমাবেশ ও র্যালী সফল করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাধারন সম্পাদক সৃজয় সাহার সঞ্চালনায় কর্মীসভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি সৌরভ সেন,সহ সাধারণ সম্পাদক ইউশা ইসলাম,সাংগঠনিক সম্পাদক মৌমিতা নুর, অর্থ সম্পাদক শাহিন মৃধা, রাজনৈতিক শিক্ষা বিষক সম্পাদক মুক্ত শেখ,কার্যকরি সদস্য জান্নাতুল ফেরদৌস নিসা। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্য সচিব আবিদ রহমান, যুগ্ম সদস্য সচিব আব্দুল আহাদ,সদস্য ইসরাত জাহান মীম,তাহমিদ আনোয়ার, জয়ন্ত সরকার, তোলরাম কলেজের সংগঠক রাইসা ইসলাম,মুন্নি আক্তার প্রত্যাশা, সিয়াম হোসেন তপু, ভোলাইল শাখার আহ্বায়ক মাহাদি হাসান,যুগ্ম আহ্বায়ক স্বপ্নীল শোভন,সদস্য রাকিব, সরকারি কদম রসুল কলেজের সংগঠক অনামিকা চৌধুরি,আরাফ হোসাইন সহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
Leave a Reply