মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগ নিয়ে গ্রাহক তথা জনগণের ইচ্ছার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন নেসকোর নির্বাহী প্রকৌশলীরা। বিক্ষোভ সমাবেশ থেকে নির্বাহী প্রকৌশলীদের এমন আচরণে ক্ষুব্ধ প্রকাশ করে তাদের অপসারণ দাবি করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে গাইবান্ধা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে প্রিপেইড মিটার সংযোগ বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
সংগঠনের সহ-সভাপতি দেবল কুমারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আমিনুল ইসলাম গোলাপ, মাসুদুর রহমান মাসুদ, বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, গণফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া মির্জা, অ্যাডঃ মোস্তফা মনিরুজ্জামান, মনজুর আলম মিঠু, আব্দুল হালিম, মাহমুদ হাসান নুর, ঋষিকেশ, সাইফুল ইসলাম, মাহবুর রহমান প্রমুখ।
Leave a Reply