নিজস্ব প্রতিবেদকঃ
“এসো দেশ বদলাই’ পৃথিবী বদলাই” স্লোগানে পাবনার সুজানগরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ, তারুন্যের মেলা, প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সচেতনতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এসকল কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান এর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোছাঃ বিলকিস খাতুন, সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দীপ মাহবুব, মানিক,শেখ রাফিসহ ছাত্র প্রতিনিধি বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধি, ব্লাড ডোনার ক্লাবের সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মচারী ও স্কুল-কলেজের শিক্ষার্থীসহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
এতে কৃষি,স্বাস্থ্য,শিক্ষা,মেধা.যোগ্যতার মূল্যায়ন,সুশাসন প্রতিষ্ঠায় গনতন্ত্র, দলীয় ও রাজনীতি প্রভাবমুক্ত বাংলাদেশ,জবাবদীহি মূলক সরকার,অন্যায় অবিচার,মাদক,বাল্য বিবাহ প্রতিরোধ ও নিজেকে বদলানোর মাধ্যমে দেশ ও পৃথিবী বদলানোর বিষয়গুলো সামনে এসেছে।
জানা যায়,গত বছরের ৩০ ডিসেম্বর ২০২৪ হতে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত “তারুণ্যের উৎসব-২০২৫” উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন,পৌরসভাসহ উপজেলার বিভিন্ন দপ্তর কর্মসূচি চলমান রেখেছে।
এসব কর্মসূচি মধ্যে রয়েছে- প্লাস্টিক পণ্যর বিকল্প ব্যবহার বিষয়ক কর্মশালা, তারুন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ, তারুন্যের মেলা, ব্রেস্ট ক্যান্সারবিষয়ক কর্মশালা, কারুশিল্প মেলা, পিঠা উৎসব, কিশোর কিশোরীদের পুষ্ঠি বিষযক কর্মশালা, আন্ত স্কুল বিতর্ক প্রতিযোগিতা,তরুণদের অংশগ্রহনে পরিস্কার পরিচ্ছন্নতা, মশক নিধন ও জলাবদ্ধতানিরসন, তারুণ্যের উৎসব ভলিবল প্রতিযোগিতা, জুলাই ৩৬ বিষয়ক চিত্রাঙ্কন প্রদর্শনী,বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, তারুণ্যের উৎসব সংক্রান্ত আলোচনা সভা, স্যানিটেশন,হাইজিনও স্বাস্থ্য সচেতনতা বিষযক সভা, যুব সমাবেশসহ, বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়।
Leave a Reply