মোঃ রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:
জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময় স্লোগানকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় উপজেলা পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে, উপজেলা প্রশাসনের আয়োজনে কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান । মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবক রা অংশ নিয়েছেন। মেলায় স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত ধারণা নিয়ে হাজির হয়েছে। প্রদর্শিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন কালিয়া উপজেলা আইসিটি অফিসার প্রস্ফুট মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান মিয়া একাডেমিক সুপার ভাইজার শারাফাত হোসেন, সিনিয়র শিক্ষক সাজ্জাদ হোসেন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান । এসময়, উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজান মিয়া,উপজেলা একাডেমিক সুপারভাইজার সারাফাত হোসেন,কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম শুকুর আলী,সহকারী প্রধান শিক্ষক তরূন কান্তি মল্লিক,সিনিয়র শিক্ষক মোঃ সাজ্জাদ হোসেন, সিনিয়র শিক্ষিকা মিতু রাণী বিশ্বাস,শিক্ষক মোঃ আব্দুল্লাহ পঞ্চ পল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আনিছুর রহমান, পিয়ারী শংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দীপ্তি রানী বৈরাগী, রহমান, প্রমুখ। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন
Leave a Reply