1. admin@somoybelanews.com : somoyadmin :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
রূপগঞ্জ পূর্বাচলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু দিনাজপুরে আইনগত সহায়তা বিষয়ে সমন্বয় সভায় জেলা লিগ্যাল এইড অফিসার ফাতিমা খাতুন ফেনসিডিলসহ যুবক আটক রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে গণ অধিকার পরিষদের সমাবেশ, জনমনে ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী যুব কর্মসংস্থান ও আম রপ্তানি শীর্ষক সেমিনার শেরপুরে আস ছামিউল আলীম সেচ্ছাসেবক সংগঠনের অফিস শুভ উদ্ভোধন সভাপতি বাবু ও সাধারন সম্পাদক আওলাদ কাঞ্চন পৌর টেক্সটাইল মালিক সমিতির কমিটি গঠন বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী নড়াইলের লোহাগড়া বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে এক তরুণীর অনশন যশোরে দুর্ঘটনায় আহত অধ্যক্ষ শফিকে দেখতে হাসপাতালে সাবেক এমপি তৃপ্তি

সিআইইউর সমাবর্তন শনিবার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

 

চট্টগ্রামের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) সমাবর্তন-২০২৫ আগামী ১৮ জানুয়ারি শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম বোট ক্লাবে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাউজুল কবির খান।
তিনি রাষ্ট্রপতির পক্ষে ২১৮৯ জন ডিগ্রিধারী শিক্ষার্থীকে সদন প্রদান করবেন।
আজ ১৫ জানুয়ারি বুধবার দুপুরে নগরের জামালখান এলাকায় অবস্থতিত সিআইইউ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এসব কথা জানান প্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার।
তিনি জানান , সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করবেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুন আখতার এবং সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখবেন শিল্পগ্রুপ ইয়ংওয়ান কর্পোরেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (সিইও) কিহাক সুং। এছাড়া সিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব এবং প্রতিষ্ঠাতা ট্রাস্ট ‘এডুকেশন, সায়েন্স, টেকনোলজি এন্ড কালচারাল ডেভেলপম্যান্ট ট্রাস্ট’ (ইসটিসিডিটি)-এর চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া খানও বক্তব্য রাখবেন।
উপাচার্য অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার বলেন, সিআইইউর সমাবর্তন’২৫ এ বিভিন্ন অনুষদের মোট ২ হাজার ১৮৯ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হবে। এর মধ্যে ১ হাজার ৪৫২ জন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা, প্রকৌশল, আইন এবং লিবারেল আর্টস অনুষদ থেকে পাস করা স্নাতক পর্যায়ের শিক্ষার্থী এবং বাকী ৭৩৭ জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী।
অনুষ্ঠানে ১৪ জন শিক্ষার্থীকে তাদের স্ব স্ব প্রোগ্রামে অসামান্য কৃত্বিত্বে ফলস্বরূপ ‘টপ এ্যাচিভার্স’ এওয়ার্ড প্রদান করা হবে, যার মধ্যে ২ জনকে ভ্যালেডিক্টরিয়ান হিসেবে বক্তব্য প্রদানের সুযোগ প্রদান করা হবে।
‘২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি যাত্রা শুরু করে। ১৯৯৯ সালে ঢাকাস্থ ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়সে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি যাত্রা, কম্পাস হিসেবে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি ২০১৩ সালে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে বাংলাদেশ সরকার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)’র অনুমোদন লাভ করে। ’
উপাচার্য আরও বলেন, শুরু থেকেই মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রদান এবং গবেষণার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি প্রশংসা কুড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের মূল ট্রাস্ট ‘এডুকেশন, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপম্যান্ট ট্রাস্ট’ (ইসটিসিডিটি), যা দেশের খ্যাতিমান শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিল্পপতি এবং প্রখ্যাত ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত। বিশ্বমানের শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়টি নিরলস কাজ করে যাচ্ছে। সিআইইউর শিক্ষার্থীরা বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং গবেষণায় উল্লেখযোগ্য অবদান রাখছেন।
এ সময় উপস্থিত ছিলেন সিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ট্রাস্টি লুৎফে এম. আইয়ুব, ট্রাস্টি মিসেস দিলরুবা আহমেদ, ট্রাস্টি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, ট্রাস্টি মিসেস সাফিয়া গাজী রহমানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

© All rights reserved © 2024

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি