রফিকুল ইসলাম তুষার:
পাবনার সুজানগর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতা-২০২৫ বুধবার (১৫ই জানুয়ারি) বিকেলে সুজানগর উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সুজানগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ সোলায়মান হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।
জ্ঞান বিজ্ঞানে করবো জয়,সেরা হবো বিশ্বময়”এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলা অনুষ্ঠিত হয়। এবারের মেলায় ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের স্টলে শিক্ষার্থীরা তাদের তৈরি প্রযুক্তি প্রদর্শনী করেন। এর আগে গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। পরে তিনি খুদে বিজ্ঞানীদের বিভিন্ন উদ্ভাবিত বিজ্ঞান প্রকল্প স্টল সমূহ পরিদর্শন করেন।
দুই দিনব্যাপী বিজ্ঞান মেলায় ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতা-২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্ভাবনে জুনিয়র গ্রুপে প্রথম হয়েছে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এবং সিনিয়র গ্রুপে প্রথম হয়েছে সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজ । এছাড়া অকৃতকার্য শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকেও শান্তনা পুরস্কার প্রদান করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।
এছাড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান, সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) আব্দুল হাই সাগর, চিনাখড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) দিলীপ কুমার,সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্কুল-কলেজ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply