মুহাম্মদ তাফাজ্জুলুল হক ফয়জী পল্টন প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম পায়রা চত্বরে আয়োজিত হলো তিনদিন ব্যাপী ইসলামী বই মেলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এর দাওয়া বিভাগের উদ্যেগে এই বই মেলা আয়োজিত হয় মেলা শুরু হয়েছে গতকাল ৯/১/২৫ রোজ বৃহস্পতিবার ঢাবির উপাচার্য এর আলোচনার মধ্য দিয়ে চলবে আগামীকাল ১১/১/২৬ রোজ শনিবার রাত্র পর্যন্ত উক্ত বই মেলাতে পায় ৩০ এর অধিক ইসলামী প্রকাশনী অংশ নিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাওয়া সার্কেল, রাহনুমা প্রকাশনী,মাকতাবুল আজহার, মাকতাবাতুল হামদ,মাকতাবাতুল হাসান,ইসলামীয়া কুতুবখানা, উমেদ লাইব্রেরি,রুহামা প্রকাশনী,সহ অনেক লাইব্রেরী, উক্ত বই মেলায় স্পন্সর করে,রাহনুমা লাইব্রেরী
Leave a Reply