মুহাম্মদ তাফাজ্জুলুল হক ফয়জী পল্টন প্রতিনিধি:
বিবরণ :-
২০১৮ এর পহেলা ডিসেম্বর এবং ২০২৪ এর ১৮ ই ডিসেম্বর টঙ্গীর ময়দানে উলামায়ে কেরাম মাদরাসার ছাত্র এবং সাধারণ মুসল্লীদের হামলার বিচার ও সাদ গ্রুফের নেতা ওয়াসিফুল ইসলাম, মুরতাজা, উসামা, আব্দুল্লাহ,সহ হামলায় সম্পৃক্তদের গ্রেপ্তারের দাবীতে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে বাংলাদেশের উলামায়ে কেরাম, উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের শির্ষ আলেম হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী বলেন এদেশে ইসলাম চলবে আলেমদের তত্ত্বাবধানে স্বৈরাচার এর দোসররা দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ভাবে অপচেষ্টা চালাচ্ছে সাদীয়ানী ও তাদের এজেন্ট হিসেবেই কাজ করছে, তারা স্বৈরাচার খুনী হাসিনা যেমন ২০১৩ তে শাপলায় ঘুমন্ত অবস্থায় তাওহীদি জনতার উপর হামলা করছে হত্যা করেছে ঠিক তেমনই সাদীয়ানীরা গভীর রজনীতে তাহাজ্জুদরত ও ঘুমন্ত অবস্থায় তাওহীদী জনতার উপর হামলা করে ৪ জনকে শহিদ করে এবং প্রায় হাজারের মতো লোককে আহত করে, আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং অপরাধীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে যদি তা না করা হয় তাহলে আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো তখন পরিস্থিতি বিশৃংখল হলে এর জন্য ডক্টর ইউনুস দায়ী থাকবেন।
উক্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বর্ষিয়ান আলেম মুফতী সাখাওত হোসাইন রাজি বলেন, তাবলীগ দুই পক্ষ হয়নি বরং কিছু ভ্রষ্ট ব্যাক্তির অনুসরন করতে গিয়ে হক থেকে বিচ্যুত হয়েছে, তিনি আরও বলেন মসজিদ কমিটিতে ভ্রান্তি দেখা দিলে কমিটি বাতিল করা হয় মসজিদ নয় সাদীয়ানীদের ভ্রান্তির কারনে মসজিদ আলাদা করা যাবে না বরং ওদের ভ্রষ্ট হিসেবে চিন্হিত করতে হবে, তিনি বলেন ৯০ এ ভারতে পালানো তাসলিমা নাসরীন যখন তাদের পক্ষে ওকালতি করে এটা স্পষ্ট হয়ে গেছে তারা আসলে বাংলাদেশে দিল্লির এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে ২৪ এর বাংলায় তা কখনোই করতে দেয়া যাবে না বর্তমান সরকারে তাদের বিভিন্ন দালালদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার করে বলে দিচ্ছি যদি সাদিয়ানীদের বিচার করা না হয় আমরা দালালদের বিরুদ্ধে ও মাঠে নামতে বাধ্য হবো তাদেরকে খুনের আসামির কাঠগড়ায় দাঁড় করাবে।
উক্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন দাওয়াতে তাবলীগ এর মুহাম্মদপুরের প্রতিনিধি মাওলানা ফয়সাল সহ লালবাগ যাত্রা বাড়ি সহ বিভিন্ন থানার প্রতিনিধিগন,সমাবেশের শেষে তারা একটি বিক্ষোব মিছিল করে মিছিলটি বাইতুল মোকারামের উত্তর গেইট থেকে শান্তি নগর গিয়ে থামে, এবং মাওলানা মহিউদ্দিন রাব্বানী এর মুনাজাত এর মাধ্যমে বিক্ষোভ সমাপ্তি হয়
Leave a Reply