1. admin@somoybelanews.com : somoyadmin :
রবিবার, ২৫ মে ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে সিআর ড্রিম সিক্স সাইট ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি  বশির হাওলাদার গ্রেফতার নিজস্ব রূপগঞ্জ পূর্বাচলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু দিনাজপুরে আইনগত সহায়তা বিষয়ে সমন্বয় সভায় জেলা লিগ্যাল এইড অফিসার ফাতিমা খাতুন ফেনসিডিলসহ যুবক আটক রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে গণ অধিকার পরিষদের সমাবেশ, জনমনে ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী যুব কর্মসংস্থান ও আম রপ্তানি শীর্ষক সেমিনার শেরপুরে আস ছামিউল আলীম সেচ্ছাসেবক সংগঠনের অফিস শুভ উদ্ভোধন সভাপতি বাবু ও সাধারন সম্পাদক আওলাদ কাঞ্চন পৌর টেক্সটাইল মালিক সমিতির কমিটি গঠন বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী

বাংলাদেশ মানবাধিকার ফোরামের সভায় লায়ন কোহিনূর কামাল – মানবিক সমাজ গঠনের ক্ষেত্রে মানবিক মানুষগুলোকে এগিয়ে আসতে হবে

  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

বাংলাদেশ মানবাধিকার ফোরামের উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী চট্টগ্রাম ডায়াবেটিস হাসপাতালের সভাপতি, লায়ন সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সভাপতি, অধ্যক্ষ ডক্টর লায়ন সানা উল্লাহ চটগ্রাম মা ও শিশু হাসপাতালের পুনরায় ট্রেজারার ও ইন্জিনিয়ার লায়ন জাবেদ আবছার চৌধুরী চট্টগ্রাম ডায়াবেটিস হাসপাতালের সহ সভাপতি, মা ও শিশু হাসপাতালের ডোনার মেম্বার নির্বাচিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে গতকাল ৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৫টায় নগরের চট্টগ্রাম একাডেমি হলে এক সংবর্ধনার আয়োজন করা হয়।

বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি জিএম মাহাবুব হোসেনের সভাপতিত্বে ও সোমা মুৎসুদ্দির পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারশ্যানাল -৩১৫, বি -৪ এর গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজেএফ।
উদ্বোধক ছিলেন রিহ্যাবে কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট হাজী দেলোয়ার হোসেন।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব সাংবাদিক আকতার উদ্দিন রানা।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন কোহিনূর কামাল বলেন, মানবিক সমাজ গঠনের ক্ষেত্রে মানবিক মানুষগুলোকে এগিয়ে আসতে হবে। সকল মানবিক মানুষগুলো এক হলে মানবিক হয়ে ওঠবে সমাজ এবং আলোকিত হবে দেশ ও জাতি।
প্রধান বক্তা আকতার উদ্দিন রানা বলেন, বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম সহ সারাদেশে মানবাধিকার উন্নয়ন ও অগ্রগতি নিরলসভাবে কাজ করছেন দীর্ঘদিন ধরে। মানবাধিকার কর্মকান্ডের পাশাপাশি মানবিক কর্মকান্ডেও সমান তালে কাজ করছে মানবাধিকার ফোরাম।
উদ্বোধকে বক্তব্যে হাজী দেলোয়ার হোসেন বলেন, মানুষ মানুষের জন্য। তাই মানুষের কল্যাণে ও মানবাধিকার উন্নয়নে এবং সমাজ পরিবর্তনে সকলকে এগিয়ে আসতে হবে মানবিক উৎকর্ষতায়। সকল মানুষ মানবিক হলে দেশ ও জাতি আলোকিত এবং সমৃদ্ধ হবে।
বিশেষ অতিথি ছিলেন পিডিবির উপ-পরিচালক আলতাফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল শুক্কুর কোম্পানি, মানবাধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পলাশ ধর ও দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল নাঈম রিকু প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফোরামের সহ-সভাপতি মহিউদ্দিন মোঃ আলমগীর, সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মিঠুন, লোকমান মিয়া, রাজীব দে মিল্টন, জামাল হোসেন, পটিয়া সভাপতি সেলিম উদ্দিন চৌধুরী, বিলকিস সোলতানা, এডভোকেট উম্মে সালমা, ওসমান গনি, ইয়াসমিন আনিস চৌধুরী, লাভলী ডিউ, ফরিদা ইয়াসমিন, জেসমিন আকতার জেসি,মুক্তি শেখ, রেশমী আকতার, রিনা বেগম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

© All rights reserved © 2024

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি