তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা হিসেবে বিনামূল্যে ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো ধানের বীজ
বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে তেঁতুলিয়া উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বির সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস।
এসময় আরো উপস্থিত তেঁতুলিয়া সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আল আমিন,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবদুল মোতালেব, তেঁতুলিয়া উপজেলার সহকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এর আগে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে ভুট্টা, সরিষা, গম, পেঁয়াজ বীজ ও ডিএপি, এমওপি সার বিতরণ করা হয়।
Leave a Reply