মুহাম্মদ তাফাজ্জুলুল হক ফয়জী পল্টন প্রতিনিধি:
উক্ত কর্মসুচিতে সারাদেশ থেকে পঙ্গপালের ন্যায় ছুটে আসে ছাত্র জনতা, এবং আহত নিহতদের পরিবার, উক্ত সমাবেশে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশ নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আখতার,নাইমুর রশিদ, মাহিন সরকার, উমামা ফাতেমা, নুসরাত তাবাসসুম, রফিকুল ইসলাম আইনী, তালাত মাহমুদ খান রাফি,তরিকুল ইসলাম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কগন এসময় বক্তরা বলেন
সকল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও সুস্থ রাজনৈতিক চর্চার পথচলা শহীদ মিনার থেকেই শুরু।
ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা যে কোনো জাতির জন্য ধ্বংসাত্মক। এই ব্যবস্থা জনগণের অধিকারকে দমিয়ে রেখে একটি নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ করে। বাংলাদেশের ইতিহাসে আমরা বারবার দেখেছি, ফ্যাসিবাদী চর্চার মাধ্যমে মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতাকে হরণ করা হয়েছে। তবে আজ সেই বন্ধন ভেঙে নতুন এক দিনের শুরু হতে চলেছে। শহীদ মিনার থেকে শুরু হওয়া এ আন্দোলন দেশের সুস্থ রাজনৈতিক চর্চার এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
শহীদ মিনার, যেখানে আমরা আমাদের ভাষার জন্য প্রাণ দেওয়া শহীদদের স্মরণ করি, আজ সেই স্থান থেকেই শুরু হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী এক ঐতিহাসিক আন্দোলন। এ আন্দোলনের মূল উদ্দেশ্য হলো—
সকল ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ।
দেশের জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা।
স্বচ্ছ, গণতান্ত্রিক এবং মানবিক মূল্যবোধে ভিত্তিক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা।
নতুন প্রজন্মের নেতৃত্বে এই আন্দোলন জনগণের ইচ্ছা এবং প্রত্যাশাকে ধারণ করে এগিয়ে যাবে। বাংলাদেশ আজ এক নতুন প্রত্যাশার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। আমরা আশা করি, ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়ে আমাদের প্রিয় মাতৃভূমি একটি গণতান্ত্রিক, সমতাভিত্তিক এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে।
নতুন সূর্যোদয়ের প্রত্যাশা
নয়া বাংলাদেশের স্বপ্ন দেখার এই পথচলা আজ থেকেই শুরু। যেখানে থাকবে না অন্যায়, শোষণ, কিংবা কোনো দমননীতি। থাকবে কেবল ন্যায়বিচার, সুষ্ঠু প্রশাসন এবং মানুষের অধিকার নিশ্চিত করার এক অঙ্গীকার।
এবং আগামী ১৫ই জানুয়ারী জুলাই বিপ্লব এর ঘোষণা পত্র পাঠ করতে হবে বলে রাষ্ট্রকে আলটিমেটাম দেন
Leave a Reply