মোঃ আরিফুল ইসলাম, পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরে মাত্র ১ ঘন্টার সাক্ষাৎকারের মাধ্যমে চাকরি দেওয়া হলো ৬০ জন বেকার যুবককে।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে পিরোজপুর স্টেডফাস্ট কুরিয়ার জোনাল অফিসে আয়োজিত জব ফেয়ারে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা চাকুরি প্রত্যাশিদের সিভি যাচাই বাচাই করে, কল সেন্টার ম্যানেজমেন্ট, সর্টিং হিরো, ড্রাইভার, হেল্পার, রাইডার, লোডার আনলোডার, এবং ওয়্যারহাউস ম্যানেজমেন্টসহ ০৭টি পদে সাক্ষাৎকারের মাধ্যমে ৬০ জন বেকারকে চাকুরি দেওয়া হয়।
তাদের বেতন ও কম নয় ০৭টি পদে নিয়োগ পাওয়া একেক জনের বেতন প্রতি মাসে ১৫ থেকে ৬০ হাজার টাকা। এই চাকরির জন্য লাগেনি ব্যাংক ড্রাফট, করতে হয়নি লিখিত আবেদন। নেই পরীক্ষার ঝামেলাও। কয়েক মিনিটের ভাইভায় সোনার হরিণ মিলল বেকার যুবকদের। এতে উচ্ছ্বসিত তারা।
চাকরি পেয়ে খুশি প্রার্থীরা বলেন শিক্ষাগত যোগ্যতার সনদপত্র হাতে নিয়ে যেখানে
মাসের পর মাস ঘুরেও চাকরি পাওয়া যায় না, সেখানে একদিনে চাকরি পাওয়া স্বপ্নের মতো। স্টেডফাস্ট কুরিয়ার আমাদের বেকারত্ব দূর করে চাকুরি দিয়েছে আমরা শুধু মাত্র সিভি জমা দিয়েই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকুরি পেয়েছি। এতে আমরা অত্যন্ত আনন্দিত।
স্টেডফাস্ট কুরিয়ারের পিরোজপুর জোনাল ম্যানেজার শাহ আলম রাজ বলেন, গঙ্গাচড়া উপজেলার সন্তান তরুণ উদ্যোক্তা কে এম রিদওয়ানুল বারী জিয়ন স্যার তার প্রতিষ্ঠানে পিরোজপুর জেলা সহ বরিশাল বিভাগের কয়েকটি জেলায় শত শত বেকার যুবকদের চাকুরির সুযোগ করে দিয়ে যে মহানুভবতায় দেখালেন, তা মনে রাখবে তাদের পরিবারগুলো। আমরা পিরোজপুর থেকে ৬০ জন বেকার যুবককে একদম ফ্রিতে চাকুরির ব্যবস্থা করে দিয়েছে স্টেডফাস্ট কুরিয়ার এবং পর্যায়ক্রমে জেলার আরো বেকার যুবকদের চাকুরির ব্যবস্থা করে দেওয়া হবে। এছাড়াও যারা চাকুরী পেয়েছেন তাদেরকে যোগ্যতা অনুযায়ী পদোন্নতি দেওয়া হবে।
Leave a Reply