নিজস্ব প্রতিবেদকঃ
সন্ত্রাস, নৈরাজ্য, সংখ্যালঘুদের উপর হামলা ভাংচুর লুটপাটের প্রতিবাদে সভা, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ছাত্র-জনতার রুহের মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তিতে মিলাদ মাহফিল দোয়ার আয়োজন করা হয়।
১৭-০৮-২৪ শনিবার তারাব পৌরসভা বিএনপি আয়োজিত বেমগ খালেদা জিয়ার সুস্থতা ও আন্দোলনে শাহাদাৎ বরন করা ছাত্র ভাইদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাফিলে রূপগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী জাহিদুল ইসলাম বাবু ভাইয়ের নেতৃত্বে রূপগঞ্জ থানা ছাত্রদল শোডাউন মিছিলে অংশ গ্রহণ করেন সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: হৃদয় মিয়া, রূপগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুলা, রূপগঞ্জ থানা ছাত্রদলের সদস্য আরিফুল, রূপগঞ্জ থানা ছাত্রদলের সদস্য তারিকুল ইসলাম শান্ত , রূপগঞ্জ উপজেলার ছাত্রদল নেতা মো: রাসেল ফকির,রূপগঞ্জ উপজেলা পচার দলের সভাপতি নিরব হাসান টিপু,রিপন,শাহাদাত, রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা আল আমিন, সোহান,আবুরজিন,গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদল নেতা কাউছা,গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদল নেতা সজিব, ভুলতা ইউনিয়ন ছাত্রদল নেতা রায়হান, রাকিব, সিজান, সিয়াম, সপ্ন প্রমুখ। .
তিনি বলেন, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা কেউ কোন প্রকার ভাংচুর, লুটপাট, বিশৃঙ্খলা ও মন্দিরে হামলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন, শহীদ ছাত্র-জনতার রুহের মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তিতে মিলাদ মাহফিল দোয়ার আয়োজন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে তারা তারাবো পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply