আতাউর রহমান তুহিন, খুলনা জেলা প্রতিনিধি:
খুলনার কয়রা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ইং ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ২ টায় কয়রা কপোতাক্ষ কলেজ মাঠে লাখো জনতার মধ্য দিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কয়রা উপজেলা মাওলানা মিজানুর রহমান ও সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি, খুলনা জেলা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী ডাঃ শফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ( সাবেক এমপি), সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা জেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাওলানা এমরান হোসাইন এ ছাড়াও বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply