রফিকুল ইসলাম তুষারঃ
পাবনার সুজানগরে বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধা ৭ টায় শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে খাজা স্মৃতি সংসদ ও পাঠাগারের উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।
এতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ন আহব্বায়ক অধ্যাপক আব্দুল মোনায়েম। পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, ক্রীড়া প্রেমী শহিদুল ইসলাম দায়েন।
উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাসহ এ সময় উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক জাকির হোসেন, বিএনপি নেতা রাজা সেখ, সুজানগর মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম, সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল- মামুন, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক রতন বিশ্বাস, পৌর যুবদলের সদস্য সচিব ফজলুল হক ফজলু, এছাড়া মহব্বত আলী রনি, মামুন, বাদশা, রাফি মাহমুদসহ আযোজক কমিটি বৃন্দ।
জানাযায় ১২ টি দলের অংশ গ্রহণে অনুষ্ঠিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ওই দিন রাতেই অনুষ্ঠিত হবে এবং জাতীয় পর্যায়ের খেলোয়াড়েরা উক্ত খেলায় অংশ গ্রহণ করবে।
উল্লেখ্য ১২ টি দলের অংশ গ্রহণে অনুষ্ঠিত ব্যাডমিন্টন টুর্ণামেন্টটি পরিচালনা করেন ক্রীড়া প্রেমী মোঃ রফিকুল ইসলাম বাবু ও সঞ্চালনা করেন ছাত্রনেতা সেখ আলামিন।
Leave a Reply