মুহাম্মদ তাফাজ্জুলুল হক ফয়জী, পল্টন প্রতিনিধি:
দৈনিক আমাদের সময় ও জনকন্ঠসহ বেশকিছু জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টাল বাংলাদেশ খে-লা-ফ-ত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের প্রতি সম্পৃক্ত করে একটি বক্তব্য প্রচারনা চালায় যে তিনি বলেছেন ‘প্রয়োজনে তুরাগ নদী রক্তে লাল করে দেব: মা-মু-নু-ল হক’ শিরোনামে সংবাদ প্রচার করেছে।
সংবাদে উল্লেখ আছে, গত রোববার (১৫ ডিসেম্বর’২৪) বিকেল সাড়ে ৩টায় বিশ্ব ইজতেমা ময়দানের ৬ নম্বর গেটের সামনে শূরায়ে নেজাম আয়োজিত সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ সমাবেশে এর প্রদত্ত বক্তব্যে তিনি এই কথা বলেন। আমরা মাওলানা মুহাম্মাদ মা-মু-নু-ল হক এর ভিডিও বক্তব্য বিশ্লেষণ করে দেখেছি, তিনি এই কথা কোথাও বলেননি।
বাংলাদে খেলাফত মজলিস আরও বলে দেশের মূলধারার কয়েকটি মিডিয়া এমন অপপ্রচারে কিভাবে যুক্ত হলো, আমাদের বুঝে আসে না। আমরা প্রচারিত এই ভুল বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি। পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে ভুল তথ্য প্রচারে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি।
Leave a Reply