মুহাম্মদ তাফাজ্জুলুল হক ফয়জী পল্টন প্রতিনিধি:
বিবরন: ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে রোজ সোমবার সকাল দশটায় কেন্দ্রীয় শহিদ মিনারে ৭১ এবং ২৪ এর সকল বীর শহীদদের স্মরণে বিজয়ের মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন , মিছিল কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু হয়ে রাজূ ভাস্কর্য দিয়ে সোহরাওয়ার্দী উদ্যান হয়ে শহিদ মিনার এসে সমাপ্ত হয়, মিছিল শেষে অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক তারেক মাহমুদ এর বক্তব্যের মাধ্যমে প্রোগ্রাম সমাপ্ত করেন , বক্তব্যে তারেক বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং ২৪ এর শহিদগন আমাদের বীর আমরা তাদের জন্য মরতেও রাজি, বাংলাদেশের অস্তিত্বে কোন আপোষ করবো না, তিনি আরও বলেন আমরা দেখেছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের বিজয়কে তাদের বলে দাবি করেছে আমরা এর তিব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই , সাথে সাথে বলে দিতে চাই এটা ২৪ এর বাংলাদেশ এটা স্বৈরাচারী হাসিনার বাংলাদেশ নয় , তারেক মাহমুদ এর বক্তব্যের মাধ্যমে প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করেন।
Leave a Reply