তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বোত্তরের উপজেলা তেঁতুলিয়ার অসহায় চা বাগানের শ্রমিক ও দুস্থ আনসার সদস্যের মাঝে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমূদ,এসজিপি,এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পরিষদ চত্তর মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডেন্ট আয়োজিত অনুষ্ঠানে চা বাগান শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চা শ্রমিকদের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমূদ, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।
উপজেলার ২০০ দুস্থ চা শ্রমিক ও দুস্থ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র ও কম্বল তুলে দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমূদ,এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস, পঞ্চগড় জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বী, বিভিএমএস,কুড়িগ্রাম জেলা কমান্ড্যান্ট এ. এস. এম সাখাওয়াৎ হোসাইন, এবং বিভিন্ন পদবীর কর্মকর্তা,কর্মচারী ও আনসার-ভিডিপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক রংপুর জেলায় শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেন এবং পর্যায়ক্রমে রংপুর বিভাগের অন্যান্য জেলাগুলোতে শীতবস্ত্র এবং কম্বল বিতরণ করবেন।
Leave a Reply