রফিকুল ইসলাম তুষার, সুজানগর পাবনা প্রতিনিধি:
গতকাল ২ ডিসেম্বর সোমবার দিবাগত রাত সাড়ে ০৯ ঘটিকার সময় সুজানগর বাজার হাসপাতাল সংলগ্ন হিলাল হাজীর মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে জনাব আলীর ডিজেল প্রেট্রোল তেলের দোকান, রেন্টুর স্যানেটারী পাইপের দোকান, মতিয়ারের হার্ডওয়ারের দোকান, আসলামের স্টীল ফার্নিচারের দোকান, জিলাল সেখ ওয়ার্কশপ ও ফজলু,সন্টু, সাগরসহ প্রায় ১০টি দোকান আগুনে পুড়ে গেছে বলে জানাগেছে। এসময় আগুন নিবৃত্ত করতে অন্তত ৫ জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছে। সুজানগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মোঃ আব্দুল আলিম জানান, হাজী মার্কেটের অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে পাবনা সদর থেকে দুইটি ও সাঁথিয়া থেকে একটি মোট ৪টি ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে রাত সোয়া ১২ টার সমায় আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকাণ্ডে ওই মর্কেটের প্রায় ১০টি দোকানের কমপক্ষে প্রায় ৪ কোটি টাকার ডিজেল, প্রেট্রোল, গ্যাস সিলিন্ডার, রং, হার্ডওয়ার সামগ্রী সহ বিভিন্ন পণ্য পুড়ে নষ্ট হয়েছে। তবে প্রায় আরও ৫ কোটি টাকার টাকার পণ্য উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় জনসাধারণ। এসময় অগ্নিকান্ড চলাকালে সার্বক্ষনিক উপস্থিত থেকে জনসাধারণকে আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগীতার আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ ও সুজানগর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা। সুজানগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মোঃ আব্দুল আলিম জানান, আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে বলা যাবে, এখনও নিশ্চিত করে ধারণা করা যাচ্ছে না। তবে স্থানীয় জনসাধারণের কাছ থেকে যানাযায় প্রেট্রোল দিতে আসা লড়ি থেকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে, অগ্নিকান্ড চলাকালে পাবনা থেকে সেনাবাহীনির একদল চৌকস সদস্য আগুন নিয়ন্ত্রণসহ উপস্থিত জনসাধারণকে বিনা প্রয়োজনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানপাট এলাকায় অবস্থান না করার অনুরোধ জানান।
Leave a Reply