স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীতে একতারা ফাউন্ডেশন ও সবুজ পাহাড় অর্নাস কলেজের যৌথ বিজয় দিবস উপলক্ষে রবিবার (০১ ডিসেম্বর ) দুপুরে সবুজ পাহাড় অর্নাস কলেজ শিবপুর নরসিংদী‘র মিলনায়তনে একতারা বিজয় উৎসব ২০২৪ ও গুণীজন সংবর্ধনার আয়োজন করেন । সবুজ পাহাড় অর্নাস কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ পাহাড় অর্নাস কলেজের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ আকরামুল হাসান।প্রধান আলোচক ছিলেন জাতীয় পুরষ্কার প্রাপ্ত বনশাই শিল্পী ও উদ্য্যক্তা ও কর্নধার লিভিং আর্ট কে এম সবুজ। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিইও ও ম্যানেজিং ডিরেক্টর অতিথি লিমিটেড সাইফুল ইসলাম সোহেলবিশেষ অতিথি ছিলেন- রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজের অধ্যক্ষ ড. শফিউল আজম কাঞ্চন,নারী উদ্যোক্তা বাংলাদেশ’র চেয়ারম্যান রুপা আহম্মেদ,ইউনিটেক্স ফ্যাশন বিডির ব্যবস্থাপনা পরিচালক নাসিমুল ইসলাম নাসিম, কন্ঠশিল্পী ও উপস্থাপক ও আরিয়ান ডটকম সিইও রবিন আহমেদ, যৌতুক বিরোধী সৈনিক ও সমাজ কর্মী জুম্মা খান নিয়াজী প্রমূখ। এই বছর একতারা পরিবারের পক্ষ থেকে যারা একতারা বিজয় উৎসব সম্মাননা স্মারক পেয়েছেন, বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (মুক্তিযোদ্ধা), অধ্যক্ষ গিয়াস উদ্দিন (শিক্ষা), মোহাম্মদ হোসাইন (পরিবেশ ও জলবায়ু), মহিসুনুল হক খন্দকার (কবি /ছড়াকার), সাংবাদিক মোস্তফা খান (সাংবাদিকাতা), মিসেস তাজমিনা আক্তার(নারা উদ্যোক্তা),হামিদা পারভীন (নারী উদ্যোক্তা)রাখায় এই সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সবুজ পাহাড় অর্নাস কলেজ প্রভাষক শাহেদ সরকার এর প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানকে করেছে বহুগুণে গুণান্বিত ও আকর্ষণীয়। উল্লেখযোগ্য যে, একতারা পরিবার বিজয় দিবস উপলক্ষে একতারা বিজয় উৎসব নিয়মিত আয়োজন।
Leave a Reply