মুহাম্মদ তাফাজ্জুলুল হক ফয়জী ,পল্টন প্রতিনিধি :
জাতীয় বৃহত্তর স্বার্থে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবানে সাড়া দিয়ে অভ্যুত্থানকারী সকল ছাত্র সংগঠনের সমন্বয়ে “জাতীয় ছাত্র কাউন্সিল” গঠনের প্রস্তাব রেখেছে নেতৃবৃন্দ এসময় তারা বলেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান সংকট নিরসনে ঐক্যের কোন বিকল্প নেই। অবিলম্বে “জাতীয় ছাত্র কাউন্সিল” গঠন করে তাদের নেতৃত্বে শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের সাথে বসতে হবে,,সংঘর্ষে উস্কানিদাতা ও প্রশাসনের অবহেলার সাথে জড়িতদের চিহ্নিত করতে হবে এবং সংঘর্ষে আহতদের সুচিকিৎসার তত্ত্বাবধান করতে হবে। “জাতীয় ছাত্র কাউন্সিল” আগামীতে শিক্ষাঙ্গণে সৃষ্ট যেকোন সমস্যা শান্তিপূর্ন পন্থায় সমাধানের পথ তৈরিতে ভূমিকা রাখবে বলে আশ্বাস দেন তারা। ঐ বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহবায়ক কমিটি, বাংলাদেশ ছাত্র জমিয়ত,খেলাফত ছাত্র মজলিস, ছাত্র দল, ছাত্র ফেডারেশন, ছাত্র ফ্রন্ট,ছাত্র ইউনিয়ন, ছাত্র অধিকার, এবং ইসলামি ছাত্র আন্দোলন সহ ফ্যসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং মতবিনিময় শেষে আগামী এক সপ্তাহব্যাপী ছাত্র সংহতি সপ্তাহ পালনের সিদ্ধান্ত নেন।
Leave a Reply