মুহাম্মদ তাফাজ্জুলুল হক ফয়জী ,পল্টন প্রতিননিধি:
গতকাল ২৪ নভেম্বর রাজধানীর কাওরান বাজার প্রথম আলো ও ডেইলী স্টারের কার্যালয়ের সামনে পাবলিক বিশ্ব বিদ্যালয় ও তাওহীদ জনতার শান্তি পুর্ন কর্মসূচি পালনরত অবস্থায় তাদের উপর পুলিশি হামলা ও ৫ জনকে গ্রেপ্তার করার প্রতিবাদে আজ ২৫ নভেম্বর সোমবার সকাল ১০ হতে পাবলিক বিশ্ব বিদ্যালয় এবং তাওহিদী জনতা তেজগাঁও থানায় অবস্থান নেয় এবং গ্রেপ্তারকৃতদের মুক্তি দেয়ার জন্য আল্টিমেটাম দেয় পরে দুপুর প্রায় ৩ টা বাজে থানা কতৃপক্ষ বন্দীদের মুক্তি দিতে বাধ্য হয় তাদের মুক্তির পর বিক্ষোভধো জনতা তেজগাঁও থানা হতে প্রথম আলো ডেইলী স্টারের কার্যালয় বরাবর বিক্ষোভ মিছিল করে সেখানে অবস্থান নেয় এবং শ্লোগানে শ্লোগানে প্রথম আলোর কার্যালয় মুখরিত ছিলো, তারা শ্লোগান দিচ্ছিলো দিল্লি না ঢাকা ★ ঢাকা ঢাকা প্রথম আলো ডেইলী স্টারের ভারতের তাবেদার, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইত্যাদি স্লোগান দিয়ে মুখরিত করে রেখেছিলো কাওরান বাজার, পরে তারা মাগরিব পর্যন্ত সেখানে অবস্থান নেয় এবং প্রথম আলো ডেইলী স্টারের সকল অপরাধ এবং মিথ্যাচার সম্পর্কে জনগণকে সচেতন করতেছিলেন,এবং আগামী দিনের জন্য কর্মসূচি ঘোষণা করে, পরিশেষে দোয়ার মাধ্যমে প্রোগ্রামের পরিসমাপ্তি ঘোষণা করেন,
Leave a Reply