রফিকুল ইসলাম তুষার, পাবনা (সুজানগর) প্রতিনিধি,
পাবনার সুজানগরে, ২৫ নভেম্বর ২০২৪ সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরের কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলার ১০টি ইউনিয়নে প্রান্তিক কৃষকেদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকল্প/কর্মসূচীর আওতায় প্রদর্শনী ভূক্ত কৃষক/কৃষানীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির প্রকল্পের আওতায় প্রদর্শনী ভূক্ত ৩৬টি গ্রুপের একক প্রদর্শনী ৫০ শতাংশ জমিতে ৩৫ জন এবং ১ জন কৃষকের ৯ বিঘা ব্লকসহ মোট ৩৬ জন কৃষক/কৃষানীদের মাঝে সরিষা বীজ,ইউরিয়া, ডিএপি এমওপি, জিপসাম, দস্তা, বোরন, ম্যাগনেশিয়াম, ছত্রাকনাশক কীটনাশক ও সাইনবোর্ড বিতরণের অনুষ্ঠানের আয়োজন করেন সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিস প্রাঙ্গণে থেকে কৃষকদের মাঝে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির প্রকল্পের আওতায় কৃষি উপকরণ বিতরন অনুষ্ঠানটি উপজেলা কৃষি অফিসার রাফিউল ইসলামের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ ফরুক হোসেন, উপসহকারী উদ্ভিদ কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনের, উপসহকারী কৃষি অফিসার মনিরুজ্জামান, মোঃ সাইদুল ইসলাম ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রান্তিক কৃষক।
এছাড়া ওইদিন বিকাল ৪ ঘটিাকায় ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব খাতের অর্থায়নে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির প্রকল্পের আওতায় সরিষা প্রদর্শনী ভূক্ত বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক পর্যায়ের ৩০ জন প্রকৃত কৃষকদের মাঝে বারি সরিষা-১৭ বীজসহ অন্যান্য উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুজানগর উপজেলা কার্যালয়ের উপজেলা কৃষি অফিসার মোঃ রাফিউল ইসলাম জানান, আমাদের প্রতি বছর বিদেশ থেকে তেল আমদানি করতে হয়। আমদানির নির্ভরতা কমানোর জন্য আমরা কৃষি মন্ত্রনালয়ের মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ধারাবাহিক ভাবে তেলজাতীয় ফসল উপৎপাদন বৃদ্ধির জন্য পাবনার সুজানগর উপজেলায় কৃষি উপকরণ বিতরণ করছি। সুবিধা প্রদানের ফলে সুজানগরে সরিষা ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। অন্যদিকে সরিষা আবাদের মাধ্যমে বাজারে তেলের সংকট দূর হবে।
Leave a Reply