1. admin@somoybelanews.com : somoyadmin :
রবিবার, ২৫ মে ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে সিআর ড্রিম সিক্স সাইট ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি  বশির হাওলাদার গ্রেফতার নিজস্ব রূপগঞ্জ পূর্বাচলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু দিনাজপুরে আইনগত সহায়তা বিষয়ে সমন্বয় সভায় জেলা লিগ্যাল এইড অফিসার ফাতিমা খাতুন ফেনসিডিলসহ যুবক আটক রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে গণ অধিকার পরিষদের সমাবেশ, জনমনে ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী যুব কর্মসংস্থান ও আম রপ্তানি শীর্ষক সেমিনার শেরপুরে আস ছামিউল আলীম সেচ্ছাসেবক সংগঠনের অফিস শুভ উদ্ভোধন সভাপতি বাবু ও সাধারন সম্পাদক আওলাদ কাঞ্চন পৌর টেক্সটাইল মালিক সমিতির কমিটি গঠন বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী

আদালতের আদেশ অমান্য করে কাজে বাধা প্রদানে জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৫৮ বার পড়া হয়েছে

খুলনা জেলা প্রতিনিধিঃ

 

খুলনা জেলার কয়রা থানার অন্তর্গত জায়গীর মহল গ্রামে আদালতের আদেশ অমান্য করে কাজ করিলে তাতে বাধা প্রদানে জীবননাশের হুমকির প্রতিবাদে সম্মেলন করেছে মোঃ আব্দুল হাকিম। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় নিজস্ব বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ তুলে ধরেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন আমি, আমার ৩ ভাই ও ২ বোনসহ আমার ফুফু পৈত্রিক সুত্রে প্রাপ্ত ১.০৭ একর জমির মধ্যে মোট ১৮ শতক জমি যাহার মৌজা আমাদী এসএ খতিয়ান নং ৬৭৭ ও ৬৭৮ এসএ দাগ নং ৫৩৬ বিআরএস খতিয়ান নং ৮৪৩ বিআরএস দাগ নং ৮১,৬৩৯,৬৪০,৭১১,৭১৩,৭১৪,৭৬৬ পিতার আমল থেকে সীমানা চৌহদ্দিসহ গাছ গাছালি লাগাইয়া বাগান করিয়া সকলের জ্ঞাতসারে দীর্ঘকাল ধরিয়া শান্তিপূর্ণভাবে বসবাস করিয়া আসিতে থাকাবস্থায় আশারাফুল আলম, রাজ্জাক সরদার ,কোবাদ সরদার, মান্নান সরদার, হবিবার সরদার,আমাদের উক্ত জমি জোরপূর্বক দখল করিতে আসিলে আমি বাদী হইয়া বিজ্ঞ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, কয়রাতে একটি মামলা করি যাহার নম্বর এমআর ৬৯/২৪। উক্ত মামলায় আদালত কারণ দর্শানোসহ দখলভিত্তিক স্থিতিবস্থা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার আদেশ প্রদান করেন। কিন্তু উপরোক্ত ব্যক্তিগণ আদালতের আদেশ অমান্য করে আমাদের উক্ত জমিতে প্রবেশ করে গাছ গাছালি কেটে ঘর তৈরি করিতেছে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন উপরোক্ত বিবাদীগণসহ রাহাজান সরদার গাছ গাছালি কেটে ঘর তৈরি করিতে আসিলে আমরা বাধা দিলে তারা আমাদের ওপর চড়াও হয় এবং হুমকি দিয়া বলে যে, আমাদের কাজে বাধা দিলে পরিবারসহ জীবনে শেষ করে দিব, রাস্তায় বের হতে দিবেনা, বাড়ি ঘর দোর ভেঙ্গে দিবে ইত্যাদি। উপরোক্ত বিবাদীগণ তাদের কাজ বন্ধ না করিয়া বীরদর্পে কাজ করে যাচ্ছে। আমি স্থানীয় প্রশাসনকে জানালে তারা সরেজমিনে এসে কাজ করতে নিষেধ করা সত্ত্বেও গায়ের জোরে বলিয়ান হয়ে দিনের বেলা ও রাতে কাজ করে যাচ্ছে। আমরা তাদের কাছে অসহায়। আমরা লোক কম থাকায় প্রতিনিয়ত তারা হুমকি দিয়ে যাচ্ছে যে, কাজে বাধা দিলে এলাকা ছাড়া করিবে ও মামলা দিয়ে ইতিপূর্বে যেমন হয়রানি করেছে আবার করিবে। এমনকি নিজের ঘর বাড়িতে কাজ করার সময়ে বিবাদীগণ ক্ষতিসাধন ও মিথ্যা মামলায় জড়াইবে, জমি দখল করিবে হুমকি দেয় যাহার ফলে আমার ভাইপো মোঃ আহসান হাবিব বাদী হয়ে একটি সাধারন ডায়েরী করেন যাহার জিডি নাম্বার ৯৫৫ তারিখ ২১/১১/২০২৪।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

© All rights reserved © 2024

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি