রফিকুল ইসলাম তুষার, পাবনা সুজানগর প্রতিনিধি:
সুজানগরে, ৭ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে হল রুমের সামনে উপজেলার ১০টি ইউনিয়নে ৮১১০ জন প্রান্তিক কৃষকেদের মাঝে শীতকালীন পিয়াজ,গম,ভুট্টাসহ বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।এবার সুজানগরে প্রণোদনা খাতে কৃষি বিভাগ ব্যয় করছে মোট ১ কোটি ১৩ লক্ষ ৫ হাজার ২৫ টাকা। বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বর থেকে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরনের উদ্বোধনী অনুষ্ঠানটি উপজেলা কৃষি অফিসার রাফিউল ইসলামের সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।এ সময় উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রান্তিক কৃষক। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন কালে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ জানান আমরা বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক পর্যায়ের প্রকৃত কৃষকের নাম সংগ্রহ করেছি এবং প্রকৃত কৃষকদের মাঝে সরকারের এই প্রণোদনা বিনামূল্যে বিতরণ করা হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুজানগর উপজেলা কার্যালয়ের উপজেলা কৃষি অফিসার মোঃ রাফিউল ইসলাম জানান, মুগ,মসুর ও খেসারি ডালের প্রণোদনা সুবিধা প্রদানের ফলে সুজানগরে ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। অন্যদিকে শীতকালীন পেঁয়াজ আবাদের মাধ্যমে বাজারে পেঁয়াজের সংকট দূর হবে।
Leave a Reply