এনামুল হক নাঈম, ক্রীড়া প্রতিনিধি:
টানা দ্বিতীয়বার সাফে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছেন নারী ফুটবলারা। তাদের এই অর্জনের জন্য পুরস্কার ঘোষণা করে বিসিবি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে ১ কোটি টাকা। কিন্তু দেশের ফুটবলের অভিভাবক সংস্থা বাফুফে থেকে এখনও পর্যন্ত কোনো ঘোষণা আসেনি।বুধবার (৬ নভেম্বর) প্রথমবার ফুটবল ফেডারেশনে এসেছিলেন নতুন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তার আগমন উপলক্ষে উপস্থিত নির্বাচিত কমিটির অনেকেই। ফেডারেশনের বেতনভুক্ত স্টাফদের সঙ্গে আলোচনার পর সাফ চ্যাম্পিয়ন নারী দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে নতুন কমিটি। প্রায় পনেরো মিনিট নতুন সভাপতি ও কমিটির সঙ্গে সাক্ষাৎ করে হাসিমুখেই বের হন সাবিনা খাতুনরা। এরপর নির্বাহী কমিটির সবাইকে পাশে রেখে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাফুফের নতুন সভাপতি। এ সময় চ্যাম্পিয়ন নারী দলকে পুরস্কার দেওয়া নিয়ে তাবিথ আউয়াল বলেন, তারা দারুণ একটি সাফল্য এনেছে। বাফুফে থেকে অবশ্যই তাদের জন্য ঘোষণা থাকবে। সেটা শনিবার আমাদের প্রথম সভার পরই ঘোষণা হবে।বাফুফের তহবিলে সবসময় আর্থিক টানাটানি। ২০২২ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফের তৎকালীন সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ৫০ লাখ টাকা দিয়েছিলেন সাবিনাদের। এবার বাফুফের কোনো কর্মকর্তা এরকম কোনো ঘোষণা দেবেন কি না সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা যাই করছি সেটা শনিবার কমিটির পর আপনারা জানতে পারবেন। চ্যাম্পিয়ন দলকে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান সংবর্ধনা জানাতে চায়। এ ছাড়াও সাফজয়ী দলকে ধন্যবাদ জানিয়ে তাবিথ বলেন, নতুন কমিটির যাত্রার শুরুতেই চ্যাম্পিয়ন ট্রফি। আবার আরেকদিকে চ্যালেঞ্জও। নারী দল যে স্ট্যান্ডার্ড সেট করেছে, সেটা অন্তত ধরে রাখতে হবে।
Leave a Reply