মোঃ আরিফুল ইসলাম, পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুর ইন্দুরকানীতে অবৈধভাবে মাটি কাটায় এ বি এম নামের একটি ইটভাটায় অভিযান চালিয়ে ৫০ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমীন।
জানা গেছে, উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগড়া গ্রামে এ বি এম ইটভাটায় ইট তৈরীর কাজে বলেশ্বর নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় এ জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম আল আমীন বলেন, নদী থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এ বি এম ইটবাটাকে ৫০ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply