রফিকুল ইসলাম তুষার :
সুজানগর পৌর বাজারে চুরির মহোৎসব শুরু হয়েছে। ০২ নভেম্বর শনিবার দিবাগত রাতে সুজানগর পৌর বাজারের নাহিদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে চুরি সংঘটিত হয়েছে। একটি সঙ্গবদ্ধ চোরের দল উক্ত ওয়ার্কশপের পিছনের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে আনুমানিক অর্ধ লক্ষ টাকার যন্ত্রপাতি চুরি করে নিয়ে গেছে বলে ওয়ার্কশপেরর মালিক গোলাম কিবরিয়া বাবলু জানান। ইতিপূর্বে উক্ত বাজারে ২৯ অক্টোবর সোমবার দিবাগত রাতে তিনটি দোকানে চুরি সংঘটিত হয়েছে। পৌরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মুখে অবস্থিত অসীম কুমার পালের মিষ্টি সিঙ্গারার দোকান, নাজমুল হাসানের টুপি ও আতর সুরমার দোকান এবং আলম বিশ্বাসের পান-বিড়ি সিগারেটের দোকানের পিছনের বেড়া কেটে এই চুরি করা হয়। গত ১৯ অক্টোবর রাতে পৌর বাজারের হাসান আলী, আহম্মদ আলী ও আবুল হোসেন নামে তিনটি দোকানে চুরি হয়। ক্রমাগত চুরির এই ঘটনায় পৌরবাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছরিয়ে পরেছে।
Leave a Reply