এনামুল হক নাঈম, ক্রীড়া প্রতিনিধি:
গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ সবশেষ যে ওয়ানডে সিরিজটি খেলেছে, সেই দলে তাইজুল ইসলাম ছিলেন। আফগানিস্তানের বিপক্ষে শারজাহতে ৬ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সিরিজের দলে তিনি নেই।আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজকে সামনে রেখে শুক্রবার (১ নভেম্বর) দল ঘোষণা করেছে বিসিবি। তাইজুলের পরিবর্তে প্রায় এক বছর পর এই দলে ডাক পেয়েছেন নাসুম আহমেদ। নতুন মুখ হিসেবে সুযোগ হয়েছে নাহিদ রানার।ওয়ানডে দল থেকে বাদ পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফেসবুকে রহস্যময় এক পোস্ট করেছেন তাইজুল। পাঁচটি ইমুজির ওই পোস্টের প্রথম দুটির অর্থ করলে দাঁড়ায়- মৃদু হাসি। পরের তিনটি ইমুজি হাততালির, যার অর্থ অনেকটা সাবাস বা অভিনন্দনমূলক।তাইজুল লঙ্কানদের বিপক্ষে সিরিজের দুই ম্যাচে খেলে নিয়েছিলেন মাত্র ১ উইকেট। সে জন্য তাকে করতে হয়েছিল ১৩ ওভার।কদিন আগে শান্ত যখন তিন ফরম্যাটে নেতৃত্ব ছাড়ার আভাস দেন, তখন তাইজুল বলেছিলেন তিনি অধিনায়ক হতে পুরোটাই প্রস্তুত। সে কারণেই হয়তোবা ওয়ানডে দল থেকে বাদ পড়ে আহত হয়েছেন বাঁহাতি স্পিনার। নেতৃত্ব প্রসঙ্গে তাইজুল বলেছিলেন, ‘যেহেতু ১০ বছর ক্রিকেট খেলছি তো পুরোটাই তৈরি! যদি ব্যক্তিগতভাবে বলেন, ইম্প্লিমেন্ট করতে পারি। কিন্তু আমার যে অভিজ্ঞতা হয়েছে, আপনি কতটুকু নিচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ। সেটা সতীর্থ হিসেবে হোক আর সেটা আমার দেশের জনগণ হোক।
Leave a Reply