মোঃ হাসেন মজুমদার, কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে
৬নং ঘোলফাশার জগমোহনপুর এলাকায় ট্রাক হোটেলের আড়ালে মাদক বিক্রির ঘটনায় এক কেজি গাঁজা ও ১৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৭ জনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানীর অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান। আটককৃতরা হলো; জগমোহনপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে মাসুদ রানা,মেষতলা গ্রামের আবুল কাশেমের ছেলে আবদুল খালেক, বদরপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জাকির হোসেন, নারায়নপুর গ্রামের ছায়েদ মিয়ার ছেলে পারভেজ, কেছকিমুড়া গ্রামের মৃত আবুল কাশেমের নূর নবী, বরুড়া উপজেলার দেওড়া গ্রামের আবদুস ছাত্তারের ছেলে শরীফ হোসেন ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার তেরকান্দা গ্রামের আনোয়ার হোসেনের মোজাহিদুল ইসলাম।
Leave a Reply