আতাউর রহমান তুহিন, খুলনা জেলা প্রতিনিধি:
কয়রা উপজেলার অন্তাবুনিয়া বাজারে কেনা দামে বিক্রি হচ্ছে সবজি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে ক্রেতাদের নাভিশ্বাস উঠে গেছে। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনতে হিমশিম খেতে হচ্ছে জনসাধারণের। সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফেরাতে ও বাজারের সিন্ডিকেট ভাঙতে কয়রার অন্তাবুনিয়া বাজারে কেনা দামে বিক্রি করা হচ্ছে শাকসবজি। কালনা, অন্তাবুনিয়া, শিমলার আইট শহীদ জিয়া একতা যুব সংঘের সদস্যরা সাশ্রয়ী ও সুলভ মূল্যে এসব সবজি বিক্রি করছেন। শুক্রবার সকালে কয়রার অন্তাবুনিয়া বাজারে মহারাজপুর ইউনিয়ন পরিষদের সামনে ১ম দিনের মতো এ কার্যক্রম পরিচালনা করা হয়। দিনব্যাপী চলে কেনা দামে এ সবজি বিক্রি কার্যক্রম। এ সময় উপস্থিত ছিলেন- কালনা, অন্তাবুনিয়া, শিমলার আইট শহীদ জিয়া একতা যুব সংঘের সভাপতি মোঃ ইব্রাহিমসহ স্বেচ্ছাসেবীরা। এ সময় তারা আলু ৬১ টাকা কেজি, পেয়াজ ১০৪ টাকা কেজি, রসুন ২১৫ টাকা কেজি, কচুরমুকি ৫০ টাকা কেজি, জলপাই ৩০ কেজি, কাঁচা মরিচ ১০৪ টাকা কেজি পাইকারি কেনা দরে বিক্রি করেন। এ সময় স্বল্প মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনতে দীর্ঘ লাইন দেখা যায় ক্রেতাদের। কালনা, অন্তাবুনিয়া, শিমলার আইট শহীদ জিয়া একতা যুব সংঘের সভাপতি বলেন, বর্তমান অনিয়ন্ত্রিত বাজারে জনসাধারণ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনতে হিমশিম খাচ্ছে। তাই প্রান্তিক কৃষক থেকে এসব সবজি নিয়ে এসে কেনা দামে এবং সাশ্রয় মূল্যে বিক্রি করা হচ্ছে। ফলে সাধারণ মানুষ স্বস্তি পাচ্ছেন।আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।
Leave a Reply