1. admin@somoybelanews.com : somoyadmin :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে গণ অধিকার পরিষদের সমাবেশ, জনমনে ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী যুব কর্মসংস্থান ও আম রপ্তানি শীর্ষক সেমিনার শেরপুরে আস ছামিউল আলীম সেচ্ছাসেবক সংগঠনের অফিস শুভ উদ্ভোধন সভাপতি বাবু ও সাধারন সম্পাদক আওলাদ কাঞ্চন পৌর টেক্সটাইল মালিক সমিতির কমিটি গঠন বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী নড়াইলের লোহাগড়া বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে এক তরুণীর অনশন যশোরে দুর্ঘটনায় আহত অধ্যক্ষ শফিকে দেখতে হাসপাতালে সাবেক এমপি তৃপ্তি নড়াইলের নড়াগাতীতে ৪ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার ওসমানীনগরে অধিগ্রহণ জটিলতায় ধীরগতিতে সিলেট-ঢাকা মহাসড়কের ছয় লেনের কাজ ১২০৫ লিটার চোলাই মদ সহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রেস্ট ক্যানসার সচেতনতায় টেকনাফ থেকে তেঁতুলিয়ায় গোলাপী শোভাযাত্রা সমাপ্তি

  • প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

 

তেঁতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধি:

 

ব্রেস্ট ক্যানসার সচেতনতায় সড়ক শোভাযাত্রা করছে স্তন ক্যানসার প্রতিরোধে গোলাপি শোভাযাত্রাটি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছোট-বড় প্রায় ৪০টি এলাকা ঘুরে আজকে শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা সদরের চৌরাস্তা বাজারের তেঁতুল তলায় ঘন্টা ব্যাপী আলোচনা শেষে সমাপ্ত হয়।

 

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের সক্রিয় ৪৭টি স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠানের প্ল্যাটফর্ম ও জাগ্রত তেঁতুলিয়া এবং বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লোকাল বিজনেস গ্রুপ তেঁতুলিয়া,পঞ্চগড়ের আয়োজন হয়।

 

 

আয়োজকরা জানান,সোমবার (২৮ অক্টোবর) ঢাকা থেকে শোভাযাত্রা গোলাপি বাসে রওনা হয়ে গেছে টেকনাফে যায়। পরে মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৯টায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠান শেষে তেঁতুলিয়ার উদ্দেশে যাত্রা শুরু করে।

 

 

এর আগে, ব্রেস্ট ক্যানসার সচেতনতায় দীর্ঘতম এই গোলাপি শোভাযাত্রা টেকনাফ, উখিয়া, কক্সবাজার, রামু, চকোরিয়া, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর বাইপাস, কালিয়াকৈর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ মোড়, বগুড়া, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি, রংপুর, সৈয়দপুর, দশমাইল (দিনাজপুর), বীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, বাংলাবান্ধা স্থলবন্দর এলাকা ও তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের তেঁতুলতলায়

সচেতনতা কার্যক্রম ও লিফলেট বিতরণ করেন।

 

 

এছাড়া ছোট আরও কিছু জনপদসহ মোট ৪০টি স্থানে কার্যক্রম চলবে। প্রতিটি স্থানে পথসভা, শোভাযাত্রা ও তথ্যবহুল লিফলেট বিতরণ করা হয়।

 

আয়োজকরা আরও জানান, শোভাযাত্রায় গোলাপি সাজে সজ্জিত একটি বাস রয়েছে । চিকিৎসক, স্বাস্থকর্মী, বিশেষজ্ঞ চিকিৎসক, ক্যানসারবিজয়ী যোদ্ধা, সংগঠক, সংস্ককৃতিজন থাকেন এই অভিযাত্রায়। পথসভা, শোভাযাত্রা আর সহজ বাংলায় লেখা তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণের এই কার্যক্রমে যোগ দেন স্থানীয় অংশীজনরা। বিশেষ করে এই কর্মযজ্ঞ সম্পূর্ণ স্বেচ্ছা-উদ্যোগে হচ্ছে। স্বেচ্ছাসেবীরা সময়, শ্রম ও অর্থ ব্যয় করছেন সাধারণ মানুষকে স্তন ক্যানসার সম্পর্কে সচেতন করেন।

 

 

ব্রেস্ট ক্যানসার সচেতনতায় দীর্ঘতম এই গোলাপি শোভাযাত্রা টেকনাফ থেকে তেঁতুলিয়া সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী ও ক্যানসার রোগতত্ত্ববিদ অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের নেতৃত্বে শোভাযাত্রা দলে জাতীয় চলচ্চিত্র পরিচালক মসিহউদ্দিন শাকের,তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো ফজলে রাব্বি, সিসিপিইআর- সমন্বকারী চেয়ারপার্সন মোসারাত জাহান সৌরভ, কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট – সমন্বয়কারী (সিইও) ইকবাল মাহমুদ, কমিউনিটি অনকোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মাহবুব শওকত, ওয়ান্ড ক্যানসার সোসাইটির প্রেসিডেন্ট সৈয়দ হুমায়ুন কবির,রোটারিয়ান সৈয়দ আফতাব উজ্জামান ফারিদ,হীলের মসিইউদ্দিন শাকের, হীলের জেবুন্নেসা,প্রশিকা মহসিন, জাগ্রত তেঁতুলিয়া সেচ্ছাসেবী সংগঠনের ফিরদৌস আলম লিটন, হুমায়ুন কবির,মোবারক হোসেন,রনি মিয়া ও বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লোকাল বিজনেস গ্রুপের সভাপতি সোহেল রানা মানিক প্রধানসহ আরো অনেকে।

 

গণস্বাস্থ্য কেন্দ্র, ওয়াইডাব্লিওসিএ ও অন্যান্য সংগঠন এই প্রোগ্রামে টেকনাফ, কক্সবাজারসহ বিভিন্ন স্থানে সহযোগিতা করেন।

 

 

বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী ও ক্যানসার রোগতত্ত্ববিদ অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের নেতৃত্বে শোভাযাত্রা দলে জাতীয় চলচ্চিত্র পরিচালক মসিহউদ্দিন শাকেরসহ ২০ জন সংগঠক ও স্বেচ্ছাসেবী যোগ দেন।

 

উল্লেখ্য,দেশের মানুষের মাঝে ব্রেস্ট ক্যানসার সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে স্তন ক্যানসার সচেতনতা ফোরাম প্রতি বছর গোলাপি সড়ক শোভাযাত্রার আয়োজন করে রাজধানীর বাইরে দেশের বিভিন্ন প্রান্তে। এর আগে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে এই শোভাযাত্রা করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

© All rights reserved © 2024

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি