জান্নাতুল ফেরদৌস মাসনুর ফ্যাশন ও ফিচার প্রতিনিধি।
আজ আমাদের সবার প্রিয় ছোট কিরণ এর জন্মদিন। আজকে ও আগামী দিনগুলো তার শুভ হোক এই কামনা করি। তাকে নিয়ে কথা বললে শেষ হবে নাহ তার অর্জনের খাতা ভারী কিন্তু কখন প্রকাশ করে নাহ।
ক্যামেরা হাতে তিনি একজন ভিডিও নির্মতা।
জাতির কঠিন সময় গুলোতে সেচ্ছায় নিরস্বার্থ ভাবে এগিয়ে আশা তিনি একজন স্কাউট।
একটি দলকে সুষ্ঠ ভবে পরিচালনার জন্য তিন একজন দক্ষ লিডার।
সে টিকিট টু লাইফ প্রোজেক্ট ইন বাংলাদেশ সুরমা ইউনিট এর ছেলে দলের স্কাউট ইন্সট্রাক্টর এবং মাউন্টেন ওপেন স্কাউট গ্রুপ এর এক্সিকিউটিভ মেম্বার।তার সকল কাজ গুলোই দুর্দান্ত । সে সব সময় সততা ও নিষ্ঠার সাথে সকলের পাশে ছিলেন আছে আগামীতে থাকবে।ইনশাআল্লাহ তার এই নিঃস্বার্থে করে যাওয়া কাজ গুলো লিখে শেষ করা যাবে নাহ।এই কামন করি তার আগামী দিন গুলো ভালো কাটুক। আর ছোট কিরণ পেইজের মধ্যে আমাদের বিনোদন করবেন এই কামনা করি।
আমাদের পক্ষ থেকে ছোট কিরণকে জন্মদিনের শুভেচ্ছা।
Leave a Reply