সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
ইসরাত জাহান বীনা নামে এক প্রাপ্ত বয়স্ক মহিলা নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকা থেকে নিখোঁজ হয়েছে। তার বয়স আনুমানিক ৪৫-৫০ বছর। গত বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় থেকে নিখোঁজ রয়েছে ইসরাত জাহান বীনা।
ইসরাত জাহান বীনা বরগুনার হোসনাবাদ উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ডাক্তার বাড়ীর মিরাজের শ্বাশুড়ি। মিরাজ পরিবার নিয়ে বর্তমানে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়ায় বসবাস করছেন। তিনি মানসিক ভারসাম্যহীন, শুদ্ধ ও সাবলীল ভাষী।
পরিবারের স্বজনরা বিভিন্ন আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ নিলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে গত ২৫অক্টোবর শুক্রবার ইসরাত জাহান বীনার মেয়ের জামাই মিরাজ সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
কোনো সহৃদয়বান ব্যক্তি ইসরাত জাহান বীনার সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৬৪১-১৩৩৪৪৩,০১৩০২৬৩১৯০৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন ইসরাত জাহান বীনার পরিবার।
Leave a Reply