রফিকুল ইসলাম তুষার, সুজানগর প্রতিনিধি:
পাবনার সুজানগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখা। ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার নির্দেশে আওয়ামী সন্ত্রাসীদের লগি বৈঠা দ্বারা নৃশংস ভাবে মানুষ হত্যা করা হয়। এর প্রতিবাদে সোমবার (২৮ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার আমীর অধ্যাপক কে,এম হেসাব উদ্দিনের সভাপতিত্বে ও জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার সেক্রেটারী টুটুল হোসাইন বিশ্বাস এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও সামাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি সুজানগর উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে সুজানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুজানগর পৌরসভা কার্যালয়ের সামনে গিয়ে শেষ করে সমবেত হয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তব্যদেন শ্রমিক কল্যান ফেডারেশন পাবনা জেলা শাখার সভাপতি অধ্যাপক রেজাউল করিম ও সহ-সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন। অন্যদের মাঝে বক্তব্য দেন সুজানগর পৌর জামায়াতের নায়েবে আমীর রফিকুল ইসলাম, সুজানগর পৌর জামায়াতের আমীর ফারক-ই-আযম, বাংলাদেশ মসজিদ মিশন সুজানগর উপজেলা শাখার সভাপতি ও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ¦ হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুল মমিন, সুজানগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ালিউল্লাহ বিশ্বাস,সেক্রেটারী তরিকুল ইসলাম, পৌর সভাপতি মির্জা শহিদুল ইসলাম, সেক্রেটারী শাকিল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল মমিন,সেক্রেটারী সাগর প্রমুখ।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply