এনামুল হক নাইম:
থাকছে দারুণ অফার বাংলাদেশের আকাশে যাত্রীসেবা শুরু করছে ইথিওপিয়ান এয়ারলাইনস। আগামী ২ নভেম্বর থেকে ঢাকা-আদ্দিস আবাবা-ঢাকা সরাসরি ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি। স্বল্প ভাড়ায় সেবা দেয়ার কথা জানিয়েছেন কান্ট্রি ম্যানেজার ইউহানিস বেকেলে। এর মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা দেখছে সিভিল এভিয়েশন। বাংলাদেশের আকাশ পথকে আরও সমৃদ্ধ করতে ঢাকার সঙ্গে যুক্ত হচ্ছে ইথিওপিয়ান এয়ারলাইনস। কম ভাড়া ও মানসম্মত সেবার মাধ্যমে ঢাকা থেকে সরাসরি আফ্রিকা অঞ্চলে প্রবেশের সুযোগ করে দেবে সংস্থাটি। আগামী ২ নভেম্বর থেকে ঢাকা-আদ্দিস আবাবা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার সার্বিক প্রস্তুতি নিয়েছে এয়ারলাইনসটি। প্রাথমিক পর্যায়ে সপ্তাহে ৫টি, পরে ৭দিন পরিচালিত হবে ফ্লাইট। এতে দুই দেশের সম্পর্ক জোরদারের পাশাপাশি বাণিজ্যও সম্প্রসারিত হবে বলে জানান সংস্থাটির কান্ট্রি ম্যানেজার। দক্ষিণ আফ্রিকাসহ মধ্যেপ্রাচ্যে, ইউরোপ ও উত্তর আমেরিকায় বসবাস করা বাংলাদেশি প্রবাসীদের টার্গেট করেই এমন উদ্যোগ এয়ারলাইনসটির। ইতোমধ্যে চমক সৃষ্টি করেছে এর একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি অফার। বিশেষজ্ঞরা বলছেন, কানেকটিং ফ্লাইটে যাত্রাপথের সময় বাড়লেও কম ভাড়ায় বাড়বে যাত্রী সংখ্যা।
Leave a Reply