তেঁতুলিয়া(পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ডাকবাংলো স্টার ক্লাব’ নামে একটি ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। আজ রোববার (২৭ অক্টোবর ) রাতে ৯ টায় উপজেলা সদরের কাঠের বাড়ি গেস্ট হাউজ মাঠে আয়োজিত সভায় এই ক্লাব গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। সভার অধিবেশনে আগামী দুই বছর ক্লাব পরিচালনার জন্যে ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সাংগঠনিক সূত্রে জানা যায়,তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের ফুটবলের পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনতে ফুটবল উন্নয়নে কাজ করবে ক্লাবটি। সেই সাথে অবদান রাখতে চায় সামাজিক কর্মকাণ্ডেও। ক্লাবের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন বিপ্লব,উপজেলা যুবদলের সদস্য সচিব জাকির হোসেন,দেবনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা,উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলাল ও সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ প্রমুখ। সদ্য গঠিত ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যরাসহ যাদের ঐকান্তিক প্রচেষ্টায় গঠিত হয়েছে ক্রীড়া সংগঠনটি। ডাকবাংলো স্টার ক্লাবের সভাপতি মো. আনিছুর রহমান রুমন,সিনিয়র সহ-সভাপতি মো. হুমায়ুন কবির উজ্জ্বল,সহ – সভাপতি মো. মনোয়ার হোসেন সোহেল, মো. আবু বক্কর সিদ্দিক (সবুজ),টিপু সুলতান,সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন, সহ – সাধারণ সম্পাদক মো. সফিউল ইসলাম সাংগঠনিক সম্পাদক মো. খাইরুল ইসলাম, সহ – সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন, অর্থ সম্পাদক মো. ফেরদৌস আলম,তথ্য সম্পাদক মো. ওবায়দুল হক,ক্রিড়া সম্পাদক মো. মুন্নাফ হোসেন,দপ্তর সম্পাদক মো. রাকিবুল ইসলাম,সমাজ সেবা সম্পাদক মো. শহিদুল ইসলাম, কার্যকারী সদস্য হলেন মো. আলমগীর হোসাইন,মো. আনোয়ার হোসেন,মো. সবুজ আলম,মো. নওয়াজ শরিফ তয়ন,মো. জহিরুল ইসলাম,মো. মাজেদুল ইসলাম,মো. সাকির সামির ইমন মো. আব্দুল্লাহ আল সাফি,মো. হযরত আলী, মো. মমিন হোসেন।
Leave a Reply