মোঃ আরিফুল ইসলাম পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুর ইন্দুরকানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল থেকে ইন্দুরকানী উপজেলা বিএনপির অফিস কার্যালয়ে দিনব্যাপী চলে তাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বিনা মূল্য ওষুধ বিতরণ। ইন্দুরকানী উপজেলা যুবদলের আহবায়ক আতিকুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব খায়রুল ইসলাম লাভলুর সঞ্চালনায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক এইচ এম ফরিদ আহম্মেদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাস্তান হাফিজ, এইচ এম ফারুক হোসাইন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ আবুল কালাম, মহিলা দলের যুগ্ন আহবায়ক রেহেনা হাফিজ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল রানা, ছাত্র দলের আহবায়ক মোঃ আল আমিন হোসেন, যুগ্ন আহবায়ক রাকিবুল ইসলাম,সায়মুন আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানে অতিথিরা বলেন, উপজেলা মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়নে ইন্দুরকানী উপজেলা যুবদলের নেতাকর্মীরা মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগকে সাধুবাদ জানাই সকলে। ইন্দুরকানী উপজেলা যুবদলের আহবায়ক আতিকুর রহমান বলেন, যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে দিন ব্যাপি আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি চলছে। ভবিষ্যতেও মানবতার সেবায় এ ধরনের মহৎ উদ্যোগ গ্রহণ করে মানুষের সেবা করে যেতে চাই। এ ধরনের মহৎ উদ্যোগ গ্রহণ করায় যুবদলের নেতাকর্মীদের আন্তরিক অভিনন্দনবাদ জানান রুগীর স্বজনরা। ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ এইচ এম হায়দার আলী।
Leave a Reply