রফিকুল ইসলাম তুষার (পাবনা সুজানগর) প্রতিনিধি:
১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত (২২ দিন) নদীতে ইলিশ ধরা সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মা নদী থেকে ইলিশ শিকার করায় সুজানগর উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য বিভাগ ধারাবাহিক ভাবে নদীতে অভিযান চালিয়ে ইলিশ শিকারীদের গ্রেপ্তার করে জেল জরিমানা করছে। সেই সঙ্গে তাদের কাছ থেকে ইলিশ ধরা জাল উদ্ধার করে পুড়িয়ে ফেলা হচ্ছে। পাশাপাশি তাদের কাছ থেকে জব্দকৃত ইলিশ দেওয়া হচ্ছে স্থানীয় এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায়। তারপরও নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্যশিকারী চক্র পদ্মা নদী থেকে ইলিশ শিকার করছে। ইলিশ সংরক্ষণ কার্যক্রম-২০২৪ (১০ম) দিন ২২/১০/২০২৪ খ্রি. তারিখে সুজানগর উপজেলায় পদ্মা নদীতে উপজেলা নির্বাহী অফিসার, সুজানগর মহোদয়ের নির্দেশে সুজানগর থানা পুলিশের সহযোগীতায় অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য বিভাগ। অভিযান পরিচালনা কালে ২২ হাজার মিঃ কারেন্ট জাল জনসম্নুখে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ১০ কেজি ইলিশ মাছ রায়পুর মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।এ সময় ২ জন জেলেকে আটক করা হয়।পরে মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিজনকে ৪০০০/- হাজার টাকা করে মোট ৮০০০/- টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। তিনি বলেন অবৈধ ইলিশ মাছ আহরণ ,পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় হতে বিরত থাকতে এবং এ সংক্রন্ত তথ্যাদি স্থানীয় উপজেলা প্রশাসনকে অবগত করে জাতীয় মাছ ইলিশ রক্ষায় উপজেলার সচেতন নাগরিকগণকে এগিয়ে আসার আহব্বান জানান।
Leave a Reply