মোঃ আরিফুল ইসলাম, পিরোজপুর প্রতিনিধিঃ
“স্বাস্থ্য সু-রক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরের ইন্দুরকানীতে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে সরকারি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ ভবনের সম্মুখ থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া প্রদর্শনীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মাদ আলী শিক্ষার্থীদের হাত দোয়ার বিভিন্ন কার্যকরী কৌশল শিখিয়ে দেন।
এসময় স্বাস্থ্য সু-রক্ষায় হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে ইউএনও। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা শিমুল বড়াল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার, ইন্দুরকানী প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আহসানুল হক সগীর প্রমুখ।
Leave a Reply