ডেমরা (ঢাকা) প্রতিনিধি মো: মারুফ হোসেন
কোনাপারা বাজারে নিত্য প্রয়োজনীয় কাঁচামাল শাকসবজি ইত্যাদি দাম নিয়ন্ত্রণে ছাত্র জনতার নতুন উদ্যোগ। ছাত্র জনতা নিজেরা মিলে সরাসরি কৃষকদেরকে বিভিন্ন কাচামালের ক্রয় করছেন এবং বাজারে তা বিনা লাভে বিক্রি করছেন। তাদের কথা বাজারে যতো প্রকার সিন্ডিকেটের কার্যক্রম সচল রয়েছে সে সকল কার্যক্রম বন্ধ করা। ছাত্র জনতা আশা করে দেশের বিভিন্ন জায়গায় তাদের মতো সকলে এ রকম বাজার সিন্ডিকেট ভাঙতে একত্রিত হয়ে মাঠে নামবে। যাতে কোথাও বাজার সিন্ডিকেট না থাকে। আজকের বিক্রির দাম। ১/লেবু ১০ টাকা হালি ২/বেল ২০ টাকা পিস ৩/ঢেরস ৫০ টাকা কেজি ৪/পেপে ২৫ টাকা কেজি ৫/লতি ৬০ টাকা কেজি ৬/ঝালি কুমড়া ৪০ টাকা পিস ৭/লাউ ৩৫ টাকা পিস ৮/জলপাই ৩০ টাকা কেজি সরাসরি কৃষক থেকে এনে বিনা লাভে ন্যায্য মূল্যে বিক্রি। ছাত্র জনতার এ সকল কাজে সাধারণ জনগনের অনেক সহযোগিতা পাওয়া যায়। সাধারণ জনগনের মতামত তারাও চায় বাজারের যে সকল সিন্ডিকেট রয়েছে তা যাতে বন্ধ হয়।
Leave a Reply