নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ
গণসংহতি আন্দোলন, চট্টগ্রাম জেলা’র উদ্যোগে চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলার ভারপ্রাপ্ত সমন্বয়ক ডা. অপূর্ব নাথের সভাপতিত্বে ও সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাড. শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুগ্ম-সমন্বয়ক শহীদ শিমুল, চট্টগ্রাম মহানগর যুগ্ম-আহবায়ক হাসান মুরাদ শাহ, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য জাহিদুল আলম আল জাহিদ। সমাবেশে দলের রাজনৈতিক পরিষদ নেতা হাসান মারুফ রুমী বলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজস্ব ১২৩০ কন্টেইনার টার্মিনাল নির্মাণ শেষে বিদেশি রেড সি ইন্টারন্যাশনালকে ইজারা দেওয়া হয় অস্বচ্ছ প্রক্রিয়ায় যার ফলে বন্দর কর্তৃপক্ষ কোটি কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে গত ১৫ বছরে বন্দরকে তারা আওয়ামী লীগের বিভিন্ন মহল লুটপাটের ক্ষেত্রে পরিণত করেছিল যার ফলে দেশবাসী এবং বন্দর বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছে। বক্তারা গত ১৫ বছরের সকল চুক্তির পুনঃমূল্যায়ন এবং বন্দরের দুর্নীতির শেতপত্র প্রকাশ করার দাবি জানান।
Leave a Reply