রফিকুল ইসলাম তুষার, সুজানগর প্রতিনিধিঃ
শনিবার সকালে উপজেলার পৌর শহরের হাসপাতাল গেইট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে সুজানগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায় চরমানিকদীর এলাকার বিএনপির সমর্থক ও চরসুজানগর এলাকার বিএনপির সমর্থকদের মধ্যে পত্তন জমি নিয়ে বেশ কিছু দিন এ বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে আজ শনিবার সকালে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হন উভয়পক্ষের অন্তত ১০ জন।
সুজানগর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, এখন পর্যন্ত এ ব্যাপারে অভিযোগ আসেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
Leave a Reply