1. admin@somoybelanews.com : somoyadmin :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে গণ অধিকার পরিষদের সমাবেশ, জনমনে ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী যুব কর্মসংস্থান ও আম রপ্তানি শীর্ষক সেমিনার শেরপুরে আস ছামিউল আলীম সেচ্ছাসেবক সংগঠনের অফিস শুভ উদ্ভোধন সভাপতি বাবু ও সাধারন সম্পাদক আওলাদ কাঞ্চন পৌর টেক্সটাইল মালিক সমিতির কমিটি গঠন বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী নড়াইলের লোহাগড়া বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে এক তরুণীর অনশন যশোরে দুর্ঘটনায় আহত অধ্যক্ষ শফিকে দেখতে হাসপাতালে সাবেক এমপি তৃপ্তি নড়াইলের নড়াগাতীতে ৪ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার ওসমানীনগরে অধিগ্রহণ জটিলতায় ধীরগতিতে সিলেট-ঢাকা মহাসড়কের ছয় লেনের কাজ ১২০৫ লিটার চোলাই মদ সহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইতালিতে ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন এর দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪

  • প্রকাশিত: শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে

ইতালি প্রতিনিধিঃ সানি মল্লিক

ইতালির রোমে ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন এর দ্বি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় সংগীত পরিবেশনের পর সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক স্বর্গবাসী- “দেবরা লিটা” এর জন্য নিরাবতা পালন করে অনুষ্ঠান শুরু করা হয়। সংগঠনের সভাপতি যোসেফ ডি’ কস্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত- মোহাম্মদ জসিম উদ্দিন। কার্যকরী পরিষদের অন্যতম সদস্য সানি মল্লিক এর বাইবেল পাঠ এবং প্রণতি ক্রূশ এর প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। দপ্তর সম্পাদক টুটুল ভি. গমেজ এবং মহিলা সম্পাদক মার্গারেট সরকারের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের কনভেনার এবং যুগ্ম সাধারণ সম্পাদক রুপালী গমেজ, সভাপতি- যোসেফ ডি’ কস্তা।(ফ্রান্স),সাধারণ সম্পাদক-মার্ক রায় (ফ্রান্স),জেফরি ফার্নান্দেজ- সভাপতি (PBCA),সহ-সভাপতি- কাজল সরকার (ইউকে),নির্বাচন কমিশনার-মিলি বিশ্বাস (ইতালি), মাইকেল মালাকার- উপদেষ্টা(নরওয়ে), দপ্তর সম্পাদক- টুটুল ভিনসেন্ট গমেজ(ইতালি),সহ দপ্তর সম্পাদক: খোকন রোজারিও (পোল্যান্ড) ,সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পাদক-লাকি রোজারিওর (ইতালি),মনোনীত সদস্য: রিকি রোজারিও(ফ্রান্স) ,অপু কস্তা,(ইতালি) সানি মল্লিক (ইতালি) আলেকজান্ডার পলাশ (ইতালি) সহ অন্যান্যরা।

সংগঠনে সেক্রেটারি – মার্ক রায় তার বক্তব্যে উল্লেখ করেন,এটি একটি সামাজিক ও মানবিক সংগঠন। ইউরোপে বসবাসরত খ্রিস্টান সমাজের মধ্যে এটি সর্ববৃহৎ সংগঠন। ইউরোপে বসবাসরত সকল খ্রিষ্টভক্তদের মাঝে সম্পর্কের একটি ব্রিজ তৈরি করাই এর সংগঠনের প্রথম ও প্রধান উদ্দেশ্য।

ইউরোপের বিভিন্ন দেশে যারা বসবাসের জন্য নতুন আসে এই সংগঠনটি দীর্ঘদিন তাদের সাহায্য সহযোগিতা করছে । এমনকি বাংলাদেশের বিভিন্ন স্থানে, অসহায়, পিছিয়ে পড়া মানুষদের নিয়মিত ভাবে, মানবিক সাহায্য করছে এই সংগঠনটি। এই মানবিক কার্যক্রম গুলি চলমান রাখার জন্য তিনি সকলের সাহায্যের সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথি বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত- মোহাম্মদ জসিম উদ্দিন তার বক্তব্যে উদারতা,মানবতা,ঐক্যতা এবং শান্তির কথা বলেন।

এ সময় উত্তরীয় গ্রহণ এবং মোমবাতি প্রজ্বলন করে সকলে একাত্মতা ঘোষণা করে,মিলেমিশে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ (মহিলা সংস্থা, প্রবাসী কল্যাণ পরিষদ, প্রবাসী বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন,সঞ্চারী সংগীতা একাডেমি ) ফুল দিয়ে ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের পরিষদকে স্বাগত জানান। সঞ্চারী সংগীতা একাডেমি কর্ণধার- সুস্মিতা সুলতানার তত্ত্বাবধানে নতুন প্রজন্মের নাচ গুলো ছিল সত্যি প্রশংসা দাবিদার।

পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে, লন্ডন থেকে আগত শিল্পী- কাজল সরকার,ফ্রান্স থেকে আগত শিল্পী – জেমস পিন্টু কস্তা এবং স্থানীয় জনপ্রিয় শিল্পী, গানের পাখি- রত্না বাসক ও মাসুদ রানা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

© All rights reserved © 2024

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি