রফিকুল ইসলাম তুষার, সুজাদপুর প্রতিনিধিঃ
পাবনার সুজানগরে আগামী ১৩ অক্টোবর রবিবার থেকে সারাদেশের ন্যায় সুজানগর উপজেলায় ইলিশ মাছ ধরা নিষেধ। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত (২২ দিন) নদীতে ইলিশ ধরা বন্ধ থাকবে। প্রজনন মৌসুমে ইলিশের ডিম ছাড়া নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় জেলেদের ২৫ কেজি চালের জায়গায় সহায়তা আরও বাড়ানো হবে বলে জানান। নিষেধাজ্ঞা নিশ্চিৎ করতে পাবনার সুজানগর উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে মাছটি ধরা ও বিক্রি বন্ধে লিফলেট বিতরণ করেছে। গতকাল বুধবার সুজানগর উপজেলার পদ্মা নদীবাহিত এলাকা গুলোতে এ সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তার কাছ থেকে যানা যায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত (২২ দিন) নদীতে ইলিশ মাছ আহরণ ,পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ বন্ধ।
উপজেলা প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, ইলিশ মাছ সংরক্ষণ আইন বাস্তবায়নে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, পুলিশ ও নৌ পুলিশ নিয়োজিত থাকবে। কেউ যদি আইন অমান্য করে ইলিশ মাছ আহোরণ করে তাদের বিরুদ্ধে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছর সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডের বিধান রয়েছে। তাই অবৈধ ইলিশ মাছ আহরণ ,পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় হতে বিরত থাকতে এবং এ সংক্রন্ত তথ্যাদি স্থানীয় উপজেলা প্রশাসনকে অবগত করে জাতীয় মাছ ইলিশ রক্ষায় উপজেলার সচেতন নাগরিকগণকে এগিয়ে আসার আহব্বান জানান।
Leave a Reply