মোঃ জুবায়ের, প্রতিবেদক নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের চাষাড়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামিল হয়ে (১৮) জুলাই পুলিশের গুলিতে ২টি চোখ হারান (মোঃ) মাহবুর আলম।
বৃহস্পতিবার (১৮ জুলাই ) নারায়ণগঞ্জ চাষরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সামিল হয়ে পুলিশ গলি তে আহত হন সাহসী যুবক (মোঃ) মাহবুর আলম
এই আন্দোলনে পুলিশের গুলিতে তিনি তার ২টি চোখের দৃষ্টিশক্তি হারান। তাকে ভারত এবং বাংলাদেশের নামি দামি ১৮টি চক্ষু হাসপাতালে নিয়ে গেলেও কোনো সুফল মিলে নি।চিকিৎসকরা জানিয়েছেন এখনো চোখ ও মুখমন্ডলের ভিতরে রয়ে গেছে আরো ৩২টি গুলি।
যুক্তরাজ্য বা যুক্তরাষ্টে উন্নত চিকিৎসা পেলে মাহবুর আলমের দৃষ্টিশক্তি ফিরে আসতে পারে বলে জানিয়েছেন চিকিৎসাসকরা।
সরকার কাছে মাহবুর এর পরিবারের একটাই দাবি তাঁদের সন্তানের অন্তত একটা চোখের অপারেশনের ব্যবস্থা যেন বাংলাদেশ সরকার করে দেয়।
নারায়ণগঞ্জের ছাত্রদের একটাই দাবি মাহবুর ভাইয়ের মত যারা আহত তাদেরকে সরকার চিকিৎসার ব্যবস্থা করে দিবে।
Leave a Reply