সোনারগাঁ প্রতিনিধিঃ
আজ ৯অক্টোবর( বুধবার) এক নতুন আঙ্গিকে কাঁচপুর অ্যাপোলো হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের এমডি মাসুম বিল্লাহর একমাত্র পুত্র মোহতাদী বিল্লাহ ফুয়াদ এর জন্মদিন পালিত হল।
যেমন মানুষ কেক কেটে জন্মদিন পালন করে নাছ গান করে আনন্দ করে তাহা কোরআনের ও হাদিসের বহিভূত।মাসুম বিল্লা নতুন প্রজন্মের জন্য নতুন কিছু শিক্ষা দেওয়ার জন্য তার ছেলের জন্মদিনটা ইসলামী সংগীত পরিবেশনায় শিহরন শিল্প গোষ্ঠীর মাধ্যমে পালিত হল।
মাসুম বিল্লাহ বলেন শুভ জন্মদিন, বাবা। আল্লাহ তোমার মঙ্গল করুক। প্রতিটি জন্মদিনে তোমার জ্ঞান- বুদ্ধি বৃদ্ধি পাবে এই দোয়াই করছি। দুনিয়াকে আখিরাতের শস্যক্ষেত্র মনে কর ততদিন আল্লাহর দোয়ায় বেঁচে থাকবে তিনি তোমাকে সৎ পথে চলার তৌফিক দান করুন। একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠো।
দুনিয়ার রং তোমাকে বারবার মোহিত করবে। দুই দিনের এই ধোকার দুনিয়ার ফাঁদে পা না দিয়ে সারাজীবন সেই আল্লাহর দাসত্ব করো যিনি তোমাকে আজ এই পৃথিবী দেখার তৌফিক দান করেছিলেন। ভালো মানুষ এবং একজন ঈমানদার ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তুলো।
আল্লাহ তোমাকে কুরআনের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। শুভ জন্মদিন।
Leave a Reply