নিজস্ব প্রতিবেদকঃ
আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎস দূর্গা পূজা।
আগামীকাল থেকে আনুষ্ঠানিক ভাবে সকাল ৮টায় শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মালম্বীদের দূর্গা উৎস।
শ্রীপুর পৌর সার্ব্বজনীন দূর্গা মন্দিরে আজ সন্ধায় ৭ টার দিকে সৌজন্যে সাক্ষাৎ করতে যায় শ্রীপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান এবং সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাম্মেল ও যুগ্ম আহবায়ক আশরাফুল আলম সরকার সহ কার্যকারী সদস্য সহ অনেকই সনাতন ধর্মালম্বীদের যে পূজা মন্ডব রয়েছে সে গুলো পরিদর্শন করতে যায় শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সদস্যরা।
শ্রীপুর পৌর সার্ব্নজনীন দূর্গা উৎসবে প্রতিবারের মতো সভাপতির করেন হরি নারায়ণ চৌহান। সভাপতি বলেন আগের থেকেও ভালো ভাবে পালন করতে চাই এইবারের দূর্গা পূজা।
বিভিন্ন জায়গায় দূর্গা পূজায় দূঘটনা ঘটনার কারণে
দূর্গা পূজায় নিরাপত্তায় শ্রীপুর পৌর সার্ব্বজনীন দূর্গা মন্দিরে নিজস্ব কমিটির সদস্য এবং শ্রীপুর মডেল থানার প্রশাসন সহ আনসার বাহিনীরা দূর্ঘটনা এড়াতে থাকবে।
প্রতিবারের মতো ঝমঝমাট করে এই বছরেও পালন করবে তারা দূর্গা পূজা যার জন্য তারা সতেচন ভাবে তাদরে কার্যকর্ম চালিয়ে যাবে। তারা সুষ্ঠ ভাবে এই বছরেও পালন করে চাই তাদের উৎসব।
Leave a Reply