অথই নূরুল আমিন
আমার তোমার প্রিয় কলেজের করিডোরে
যেখানে দুজনের প্রথম দেখা হয়েছিল
কথাও হয়েছিল কিছু, হাসিমুখে ভর দুপুরে
তুমি আমি ছাড়া আর কেউ কি ছিল?
না। আর কেউ ছিলনা। নিরব সমস্ত কলেজ
আলোচনা ও জমেছিল, আকাশে সাঁঝ ছিল
বৃষ্টি এলো। চারদিকে বাতাস। বারান্দা ভেজা
কলেজের সমস্ত রুম গুলোতে তালা ছিল।
বেরসিক কেয়ারটেকার কোথায় যে গেলো
শীতল হাওয়া, বৃষ্টিতে ভিজে দুজনেই চুপ
হাসিমুখও নেই। উষ্ণতা পালিয়ে গেলো
তবে আমরা ক্লান্ত নই, দুজনই শুধু নিশ্চুপ।
অবশেষে দুজনের গন্তব্য ভিন্ন ভিন্ন পথে
তারপর আর অনেক দিন দেখা নেই
এভাবেই চলছে। অনেকদিন কলেজ বন্ধ
আমার প্রেমের আর কোনো স্বাক্ষী নেই।
আমি আজও তার জন্য অপেক্ষা করে আছি
যদি কখনও কোথাও দেখা হয়, কথা হয়
আমি তো জানি, প্রকৃত প্রেম হলে স্বাক্ষী কেন
যদি মন দেয়া হয়, যদি দেয়া হয় হৃদয়।
এখানে তো কারোই অবিশ্বাসের কিছু নেই
মানব মানবী দুজন,প্রেমের বাঁকে জড়াবে
এরকম দিবা প্রকৃতি সবাই তা মেনে নিবে
আমার বিশ্বাস একদিন তুমি ফিরে আসবে।
Leave a Reply